ভোলাহাট প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বেসরকারী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের “সমৃদ্ধি কর্মসূচী”র আয়োজনে দু’পর্যায়ে ‘তারুণ্যের ভূমিকা শীর্ষক  সেমিনার-২০২৫’ ও ‘তারুণ্যের উৎসব-২০২৫’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান  নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষ্যে ২৯ ডিসেম্বর ২০২৫ বেলা ২’৩০ টায়  সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুনের সভাপতিত্বে দু’ পর্বের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সুলতান আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্রী শোভন পাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ, তেলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা রিজিয়া বেগম প্রমুখ। এরপর শিশু, কিশোর ও তরুণ-তরুণীদের মাঝে বিভিন্ন স্তরের খেলা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) । বক্তাগণ ও উপস্থিত অভিভাবক, শিশু, কিশোর ও তরুণ-তরুণীরা ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন তরুণ সমাজ উজ্জীবিত ও উৎফুল্ল হন এবং দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নের অনুরোধ জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আনোয়ার পারভেজ আদিত।