ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সংসদীয় আসন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ এর বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক গোমস্তাপুর ইউনিয়ন ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন আলিমের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তার অনুসারীরা।
১৫ অক্টোবর বুধবার দিনব্যাপী ভোলাহাট উপজেলার বড়গাছী বাজার, মান্নুমোড়, খাসপাড়া, কলেজ মোড়, পুরাতন বাসস্ট্যান্ড সহ বেশ কিছু পয়েন্টে তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তারা।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তারা ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের জন্য আহবান জানান তারা। তাদের এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম তিন উপজেলায় দলে দলে ভাগ হয়ে আশরাফ হোসেন আলিমের পক্ষে করছেন তারা।
এই কার্যক্রম তারা অব্যাহত রাখবেন বলে জানান তারা।