বি.এম রুবেল আহমেদঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ব্যানার-ফেস্টুন সরাতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা প্রশাসন। গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। এখানে বলা হয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে সকল প্রার্থী সহ সকল প্রকার ব্যানার-ফেস্টুন সরানোর জন্য। উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে মাইকিং সহ বিভিন্ন পন্থায় নির্দেশনা দিলেও অনেক ব্যানার-ফেস্টুন না সরানোয় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেনের সার্বিক তদারকি এবং উপজেলা নির্বাচন অফিসার রাকিব হাসানের সহযোগিতায় অবশিষ্টাংশ ব্যানার-ফেস্টুনগুলো সরানো হচ্ছে। ১৩ ডিসেম্বর শনিবার দিনব্যাপী এই কার্যক্রম চলছে। শনিবার রাতে ব্যানার-ফেস্টুন সরানোর জন্য কলেজ মোড় এলাকায় তাদেরকে কাজ করতে দেখা যায়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোলাহাট থানা পুলিশ, আনসার সদস্য সহ স্বেচ্ছাসেবিদের নিয়ে ব্যানার-ফেস্টুন সরানোর কাজ চলমান রয়েছে। আগামিকাল রবিবারের মধ্য উপজেলার সকল ব্যানার-ফেস্টুন সরানো সম্পন্ন হবে বলে জানান তিনি।


















