বি.এম রুবেল আহমেদঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত। “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ জানুয়ারি শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা মডেল মসজিদে এসে সমাপ্ত পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নাসিম উদ্দিন। র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী আজমির শেখ, ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, মুশরীভুজা এতিমখানার শিক্ষক ও ছাত্ররা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে ৫ জন প্রতিবন্ধী ছেলেকে একটি করে হুইল চেয়ার ও একটি করে কম্বল এবং ৩০ জন এতিম শিক্ষার্থীদের একটি করে কম্বল তাদের হাতে তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে শাহীন মাহমুদ বলেন, সমাজকে এগিয়ে নিতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্ষমতা এবং কার্যপরিধি বাড়াতে হবে। তবেই সমাজের মানন্নোয়ন করা সম্ভব হবে বলে মতামত দেন তিনি। Post navigation পঞ্চগড়ে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ আয়কর রিটার্নে টাইপিং ভুল ছিল, আইনগতভাবে সংশোধন করা হয়েছে: সারজিস আলম