সাইফুল ইসলাম (গোদাগাড়ী) রাজশাহী প্রতিনিধি : রাজশাহী গোদাগাড়ী উপজেলার রায়হান সরকার (২৮) নামের এক পুলিশ কনস্টেবল ঢাকার কুড়িল বিশ্বরোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ঐ পুলিশ কনস্টেবল, গোদাগাড়ী উপজেলার সাড়োইল গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সুবহানের ছেলে । নিহত রায়হান ডিএমপির খিলক্ষেত থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন । নিহত রায়হান ২০১৪ সালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাট হাই স্কুল থেকে এস,এস, সি পাশ করেন।পরে ২০১৬ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন নিহত রায়হান। কর্মজীবনে সে বিবাহিত। নিহতের পারিবারিক সূত্রে জানা যায় ২৫ শে অক্টোবর দিবাগত রাত ১টায় ডিএমপির খিলখেত থানার অধীনস্থ কুড়িল বিশ্বরোডে কর্তব্যরত অবস্থায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য রায়হান নিহত হন। এদিকে রায়হান নিহত হওয়ার খবর তার গ্রামের বাড়িতে পৌঁছালে রায়হান কে পলক দেখার জন্য শত শত উৎসুক জনতা রাহানের বাড়িতে ভিড় করে। রায়হানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ রাত ১১টার মধ্যে রায়হানের মরদেহ গ্রামের বাড়ি সাড়োইল গ্রামে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন রাইহান এর সজনরা । এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে ডিএমপির খিলখেত থানার ওসি তদন্ত আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।