গোদাগাড়ী প্রতিনিধি : সারা দেশের মত গোদাগাড়ীতেও জাতীয় সমবায় দিবস ২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি গোদাগাড়ী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে শেষ হয়। শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা হলরুমের সম্মুখে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন শেষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

গোদাগাড়ী উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের আয়োজনে ও উপজেলা সমবায় অফিসার মোঃ জিগার হাসরতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জনাব মোঃ শামসুল ইসলাম।

সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য দিনটি পালন করা হয়।