গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ অধিদপ্তরের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়। উপজেলা সম্মেলন কক্ষে  আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান। বক্তব্য রাখেন , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসু ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম,সমবায়ী জামিল আলম কাদরী, মুনসুর আলী প্রমুখ।