গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ২৩ জন অস্থায়ী কর্মচারীকে অব্যাহতি দেয়া হয়েছে।  রোববার তাদের অক্টোবর মাসের বেতন দিয়ে চলতি মাস থেকে কাজে না আসার জন্য মৌখিক নির্দেশনা দেয়া হয়।
এবিষয়ে অব্যাহতি পাওয়া পাম্প চালক রবিউল ইসলাম রবু জানান,সম্প্রতি বাতিল হওয়া পৌর পরিষদ আমাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়।হঠাৎ করে পৌর কতৃপক্ষ এভাবে অব্যাহতি দেয়ায় আমাদের পথে বসতে হবে।অব্যাহতি পাওয়া অপর কর্মচারী ও স্বাস্থ্য বিভাগের টিকাদানকারী সায়েদা আক্তার নিপা জানান,২০২০ সালে সাবেক পৌর মেয়র তারিক আহমেদ আমাকে নিয়োগ দেন।পরবর্তী পৌর মেয়র মতিউর রহমান খান নিয়োগ বাতিল করলে হতাশায় আমি অসুস্থ হয়ে পড়ি।পরে তারই নির্দেশ আমি পুনরায় চাকরিতে যোগদান করি।
আজ( রোববার) আবারও চাকরি চলে যাওয়ায় আমার জীবন অনিশ্চয়তায় পড়ে গেল। আমরা এ বিষয়ে  বর্তমান পৌর প্রশাসক ইউএনও মহোদয়ের কাছে যাব।
এ প্রসঙ্গে পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক জানান, গত ৯ অক্টোবর পৌরসভা পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পৌরসভার অপ্রয়োজনীয় ব্যয় সংকোচনের জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে বর্তমান পৌর প্রশাসক ও ইউএনও নিশাত আনজুম অনন্যা জানান, আগের পৌর প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)আহমেদ মাহবুব -উল -ইসলাম এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।আজ রোববার তা বাস্তবায়ন করা হয়েছে।  প্রসঙ্গত:বিভিন্ন সময়ে এদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয় বলে জানা গেছে। নাহিদ ইসলাম,