প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা তানোরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

তানোরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

899
0

তানোর প্রতিনিধি : সারাদেশের ন্যায় রাজশাহীর তানোর থানা পুলিশের উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শনিবার সকালে থানা চত্বরে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান রাকিবের সভাপতিত্বে এসআই আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর সহকারী কমিশনার ( ভূমি) স্বীকৃতি রানী।

তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুনীল দাস, সাংগঠনিক সম্পাদক মুকুল কুমার ঘোষ, এসআই মামুনুর আবিদ সহ উপজেলা পূজা মুন্ডপের সকল সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে নিয়ে থানার মোড় থেখে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন মোড়ে পথসভা করা হয়। এসময় শিক্ষক শিক্ষকা ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।