গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর ডাক্তারী পড়ার সুযোগ পেয়েছে ৫ জন শিক্ষার্থী।এরমধ্যে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ থেকে ২জন,গোমস্তাপুর এসএম কলেজ,  রহনপুর পিএম আইডিয়াল কলেজ ও রহনপুর মহিলা কলেজ থেকে ১ জন করে শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।তারা হলেন,রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সুমাইয়া সাথী ও নওশিন শারমিন নাবিলা, রহনপুর মহিলা কলেজের হাবিবা সুলতানা, রহনপুর পিএম আইডিয়াল কলেজের সাবিহা সুলতানা রিয়া, গোমস্তাপুর এস এম কলেজের মাহদিয়া বিনতে রহমান।