আব্দুল খালেক : রাজশাহীর গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান শ্রমিক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোদাগাড়ী শাখার আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) মোঃ শামসুল ইসলাম, উপস্থিত ছিলেন রাজশাহী জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গোদাগাড়ী উপজেলা সভাপতি মোঃ কামরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গোদাগাড়ী পৌর শাখার সভাপতি মাও. আবুল কাশেম, গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন, জিখবর সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।
র্যালিটি গোদাগাড়ী উপজেলা চত্তর হতে গোদাগাড়ী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুন:রায় উপজেলায় এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনার মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়।