জিখবর ডেস্ক:
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বিনা কাদায় বোরা ধান চাষাবাদ বিষয়ে মতবিনিময়, ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে ধানের (উফশী জাত) সমলয় চাষাবাদ বিষয়ে কৃষকদের নিয়ে মতবিনিময় সভা ও কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।
রবিবার ১১টার দিকে সরমংলায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, মোছা. উম্মে ছালমা, রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার, আমিরুল ইসলাম, বিএআরআই বরেন্দ্র কেন্দ্রের সরেজমিন গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা কমিশনার (ভূমি) মোঃ শামসুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ  রুহুল আমিন প্রমুখ।