মোহাম্মদ রবিউলইসলাম, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন ফলের চারা, রাসায়নিক ও জৈব সারসহ কৃষি উপকরণ প্রণোদনা বিতরণ এবং ফলের মেলা’র শুভ উদ্বোধন ও আলোচনা সভা অফিসের সম্মুখস্ত প্রাঙ্গণে সোমবার ৩০ জুন-২০২৫ বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়।
এ লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সরকারের দেয়া কৃষি প্রণোদনা হিসেবে বিভিন্ন গাছের চারা , বীজ, রাসায়নিক ও জৈব সারসহ কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আজমীর শেখ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার মোঃ শাহ্ জালাল, একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশিদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার (উদ্ভিদ) মোঃ আক্তারুল ইসলাম। অতঃপর উপজেলার ১৫০জন কৃষকের মাঝে ৫ জাতের ৫ প্যাকেট শাকসব্জী বীজ ও রাসায়নিক সার, ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫টি তালের চারা, খুঁটি ও বেড়া, ১০জন কৃষককে পিঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন, ৪০টি প্রতিষ্ঠানকে ৫টি করে লেবুর চারা, ৮০ টি প্রতিষ্ঠানকে ৫টি করে নারিকেল চারা, ১৫জন কৃষককে শীতকালীন পিঁয়াজ বীজ উৎপাদনের জন্য ১৬০ কেজি করে শীতকালীন পিঁয়াজের কন্দ, ২০ কেজি করে ডিওপি ও এমওপি সার ও বালাইনাশকসহ বীজ সংরক্ষণের জন্য ১টি করে ড্রাম, ৩৫০ জন কৃষককে ১ কেজি করে গ্রীষ্মকালীন পিঁয়াজের বীজ, ২০ কেজি করে ডিওপি ও এমওপি সারসহ বালাইনাশক বাবদ নগদ ৩৫০ টাকা, ১ হাজার ২’শ জন ছাত্রছাত্রীর মাঝে নিম, বেল, জাম ও কাঠাল গাছের ৪ হাজার ৮’শ চারা, ৭৪ জন কৃষককে ৫টি করে উন্নত জাতের আমের চারা বিতরণ করা হয় ।