বি.এম রুবেল আহমেদ:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জলাবদ্ধতা নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। উপজেলার বেশ কয়েকটি এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষে বিশেষ উদ্দ্যেগ নিয়েছেন তিনি। জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগে পড়েছিল বৃহত্তর বজরাটেক এলাকার মানুষ। গোহালবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে কলেজ মোড় (সন্ন্যাসীতলা) পর্যন্ত যে জলাবদ্ধতা তা দীর্ঘদিনের। পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা থাকলেও নেই কার্যকারিতা। মানুষের অসচেতনতার কারনে ড্রেনগুলো বন্ধপ্রায়। উপজেলা নির্বাহী অফিসার ভোলাহাটে যোগদান করেই নিয়েছেন কার্যকর ব্যবস্থা। তারই অংশ হিসেবে ড্রেন পরিষ্কারের জন্য হাতে নিয়েছেন বিশেষ প্রকল্প। যার কাজ রয়েছে চলমান। ১৯ জুন শনিবার কাজের তদারকি করতে দেখা গেছে ৩নং দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাঃ মোজাম্মেল হক চুটুকে। সংশ্লিষ্ট চেয়ারম্যান বলেন আমার ইউনিয়ন পরিষদের আওতাধীন হওয়ায় এবং ইউএনওর বিশেষ উদ্দ্যেগে ড্রেন পরিষ্কারের কাজ চলমান রয়েছে। কয়েকদিনের মধ্যেই এটার সুফল পাবে বৃহত্তর বজরাটেক সহ ভোলাহাট উপজেলাবাসী। জলাবদ্ধতা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, আমি ভোলাহাট উপজেলায় যোগদান করে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমি তা নিরসন করতে কাজ করার চেস্টা করছি। বিশেষ করে বীরেশ্বর-সুরানপুর এবং বৃহত্তর বজরাটেক এলাকায় যে জলাবদ্ধতা ছিল তা নিঃসন্দেহে জনদুর্ভোগ। এগুলোর পাশাপাশি আমি চেষ্টা করছি জনস্বার্থ সংশ্লিষ্ট কাজ করার। সবার সহযোগিতা পেলে ভোলাহাট উপজেলাকে এগিয়ে নিতে পারব। সরকারের দেওয়া সুবিধা vwb ও খাদ্যবান্ধব কর্মূচিতে যেন প্রকৃত উপকারভোগীরা পায় সে বিষয়ে তদারকি ও উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকার জলাবদ্ধতা সহ অন্যান্য উন্নয়ন মুলক কাজের জন্য ভূয়সী প্রশংসা করেন বিভিন্ন মহল। একটা উপজেলাকে এগিয়ে নিতে এমনই অভিভাবক প্রয়োজন বলে মনে করেন এলাকার মানুষ। তবে স্থানীয় সরকারের সবচেয়ে কার্যকরী যে সরকার ইউনিয়ন পরিষদের কার্যক্রম কে আরো গতিশীল করার জন্য জোর দাবি জানান সূধীজনরা।