জিখবর ডেস্ক:
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ১১টার দিকে মহিশালবাড়ী মহিলা কলেজে পিএফজি কো-অর্ডিনেটর অধ্যাপক আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিশালবাড়ী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজির সহকারি কো-অর্ডিনেটর তৌহিদুল ইসলাম, রাজশাহী এরিয়া কো-অর্ডিনেটর মুনিবুল হাসান, সদস্য আব্দুল খালেক, আব্দুল জাব্বার প্রমুখ।
সভায় বক্তারা বলেন গোদাগাড়ী উপজেলাতে যাতে সংঘাত না হয়, সর্বদা সম্প্রীতি বজায় থাকে তার জন্য আমরা সচেতন থাকব। সকলেই মিলে সাম্য ও ঐক্যের বাংলাদেশ গড়ব। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সে জন্য সচেতন থাকতে হবে।