আব্দুল খালেক, সম্পাদক:
সংসদীয় আসন ৫২, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) এ আসনে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে। গ্রামাঞ্চলে নেতৃত্বের বিকাশ ঘটাতে চায় নতুন নেতৃত্ব। মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ছাত্রনেতা কে.এম জুয়েল।
জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ১১ জন প্রার্থী নিজ নিজ আনুরাগীদের নিকট গিয়ে ভোট চাইছেন। তার একমাত্র প্রতিদ্বন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর, অধ্যাপক মুজিবুর রহমান।
বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ আদর্শিকভাবে যাকে হার মানা অসম্ভবন এমন অকৃতভয় নেতার প্রার্থী হওয়ার খবরে পাল্টেগেছে গোদাগাড়ীর রাজনীতির সব হিসাব-নিকাশ।
গ্রাম পর্যায় থেকে সকল ক্ষেত্রে বিএনপির তৃণমুল পর্যায়ের অনেকের মুখে শোনা গেছে কে.এম জুয়েলের কথা। বেশ কয়েকজন নেতা-কর্মীকে বলতে শোনা গেছে তারা বলছেন এবার তারা কে.এম জুয়েলকে নিয়েই নির্বাচন করবে।
ভিআইপি এ আসনটিতে কে.এম জুয়েল তৃণমূলের সকল নেতা-কর্মীকে নিয়ে মাঠ চোষে বেড়াচ্ছেন। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। শিক্ষা, স্বাস্থ্য, অন্ন বস্ত্র সব কিছুতেই অভুতপূর্ব পরিবর্তনের আশ^াস দিচ্ছেন তিনি। নির্বাচিত হলে কাকনহাটে হাসপাতাল ও থানা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০০১ ও ২০০৮ সালে রাজশাহী-১, গোদাগাড়ী-তানোর আসনে নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম উত্তোলন করে হুলিয়া জারির কারণে নির্বাচন করতে পারেননি।
এ আসনে বিএনপির ৯জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এদের মধ্যে রাজশাহী মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কেএম জুয়েলসহ বএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন, ব্যারিস্টার আমিনুল হকের সহধর্মিণী আভা হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট ,বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিষ্টার মাহফুজুর রহমান (মিলন), বিএনপির গোদাগাড়ী উপজেলা শাখার সদস্য এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাজেদুর রহমান খান মার্কনি, জিয়া পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব, যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক শাহাদাত হোসেন শাহিন, জেলা বিএনপির সদস্য সচিব ও শিক্ষাবিদ বিশ্বনাথ সরকার। এছাড়াও জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর, অধ্যাপক মুজিবুর রহমান। রাজশাহী জেলা ও মহানগরের সমন্বয়ক আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী।