বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীন,
জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান,
এবং এবি পার্টির প্রার্থী আব্দুর রহমান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহীতে দাখিল করা মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রথম পর্বে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
এ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং তিনজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
অন্যদিকে, মনোনয়নপত্র বাতিল হওয়া তিন প্রার্থী হলেন—
স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেক, স্বতন্ত্র প্রার্থী আল-সাআদ এবং গণ অধিকার পরিষদের প্রার্থী মির শাহজাহান।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সুলতানুল ইসলাম তারেক ও আল-সাআদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষরের তথ্যে গরমিল এবং আয়কর সংক্রান্ত তথ্যে অসঙ্গতির কারণ রয়েছে বলে জানা যায়। এছাড়া গণ অধিকার পরিষদের প্রার্থী মির শাহজাহানের মনোনয়নপত্র বাতিল করা হয় দলীয় মনোনয়নপত্রে দলের চেয়ারম্যান নুরুল হক নুরের স্বাক্ষরের সঙ্গে অসামঞ্জস্য থাকায়।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন বলে জানা গেছে।






