আব্দুল খালেক:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ ‘‘শিক্ষার সাথে সংস্কৃতি জীবনে আনে সুস্থিতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০ জানুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের হাফেজ ক্বারি মোঃ আবু সুফিয়ান।
তিনি শাহ সুলতান (রহঃ) কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আবু সুফিয়ান জানিয়েছেন এ সাফল্যের পেছনে মাদ্রাসার শিক্ষক ও তার বড় ভাই মাওলানা মোঃ আব্দুল কাদের এর উৎসাহ বেশি ছিল।
ভবিষ্যতে আবু সুফিয়ান বিশ্ব সেরা ক্বারি হয়ে সারা দেশের মান উজ্জ্বল করতে চায়।











