ঢাবির বটতলায় আরবি বিভাগের শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত করার কারণে ড. জুবাইর মোহাম্মদ ইহসানুল হক স্যার কে শোকজ করা হয়েছিল।
আজ কলা অনুষদের শোকজ করা সেই ডীন আব্দুল বাছির লাঞ্ছিত এবং অপমানিত অবস্থায় পদত্যাগ করতে বাধ্য হয়েছে।
পদত্যাগের পর তাকে কোরআন তেলাওয়াত শোনানো হয় এবং মোনাজাত পরিচালনা করা হয়।
গত বুধবার (১৩ মার্চ) আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জুবায়ের এহসানুল হক বরাবর কলা অনুষদের ডিন এই চিঠি প্রেরণ করেন।
আরবি বিভাগের অফিস সূত্রে জানা যায়, কোরআন তেলাওয়াত আয়োজনকারী সংস্থা ‘আরবি সাহিত্য পরিষদ’ নামে কোনও সংগঠন আরবি বিভাগের নেই। তবে এই সংগঠনটি ১০ মার্চ বটতলায় কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করে। এরই প্রেক্ষিতে গত ১৩ মার্চ কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের অনুমতি না নেওয়া বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত আখ্যায়িত করে আরবি বিভাগের নিকট চিঠি পাঠানো হয়।
মানুষের মন্তব্য: