সাইফুল ইসলাম, গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মার্জিনা ( ৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে । নিহত মর্জিনা ৩ সন্তানের জননী, নিহত গৃহবধূ গোদাগাড়ী উপজেলার নাজিরপুর নিবাসী মৃত্যু কদু মজিবর এর মেয়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ২৮/৮/২০২৪/ রোজ বুধবার সাড়ে পাঁচটায় গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি হতে পায়ে হেঁটে রাজা বাড়ি হাটের নিজ বাড়ি আসছিলেন । পথিমধ্যে রাজাবাড়ি হাটের পূর্বে জিল্লুরমোড় নামক স্থানে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা একটি পিকআপ পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই ঘাতক ওই পিকআপটি দ্রুত গতিতে চাঁপাইনবাবগঞ্জের দিকে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
তারা আরো জানান ঘাতক ওই পিকাপটি কোন বেকারি কোম্পানির পিকআপ হতে পারে বলে প্রাথমিক ধারণা স্থানীয়দের।
এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রেমতলী ফাড়ী পুলিশের ইনচার্জ ওসমান গনি জানান নিহতের পরিবারের কোন দাবি-দাওয়া না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়ায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।