এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে থামছে না ঘের দখল। আবারো একটি মৎস্য ঘের দখল করে গৈ-ঘর ভাঙচুর ও মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী ঘের মালিক মোস্তাক বিল্লাহ রুপম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, মোরেলগঞ্জ পৌর শহরের বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে মোস্তাক বিল্লাহ রুপমের সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামে ৩ বিঘার একটি মৎস্য ঘের রয়েছে। বুধবার দুপুরে একই গ্রামের ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালিয়ে ঘেরটি দখলে নেয়। এ সময় হামলাকারীরা মৎস্য ঘেরটির গৈ-ঘরে কুপিয়ে ভাঙচুর চালিয়ে ঘের থেকে বাগদা, চিংড়ি, বিভিন্ন প্রজাতির সাদা মাছ ধরে নিয়ে যায়। এতে ঘের মালিকের গৈ-ঘরে থাকা বিভিন্ন মালপত্রসহ সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ঘের মালিক জানিয়েছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার মোস্তাক বিল্লাহ রুপম বাদী হয়ে মো. রুম্মান চৌকিদার ও লালন শেখসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ঘের মালিক মোস্তাক বিল্লাহ রুপম জানান, নানার জমিতে একবছর ধরে তিনিসহ তার মামাতো ভাই রাসেল হাওলাদার ৩ বিঘার ওই মৎস্য ঘেরটি করে আসছেন। দখলকারীদের কোনো বৈধতা নেই। সম্পূন্ন জোরপূর্বক ঘেরটি দখলে নিয়েছে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি।
এ সম্পর্কে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মোকারম আলী বলেন, ওসি স্যারের নির্দেশনায় ঘের দখলের অভিযোগটির তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।