আব্দুল খালেক, সম্পাদক:

রাজশাহীর গোদাগাড়ীতে কাঁচাবাজরে আগুন লেগেছে। প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় সবজি বাজারে উর্ধগতির কারণে সবজি কিনতে পারছে না জনসাধারণ । সবজি ক্রয় করতে রীতিমত নাভিস্যাস উঠছে ক্রেতাদের। শীতের প্রারম্ভেই কাঁচাবাজরে তরি তরকারীর লাগামহীন উর্ধগতি সাধারণ মানুষকে করেছে হতভম্ব। গতকাল ডাইংপাড়া সবজি বাজার ঘুরে দেখা যায়-

* বেগুন ৮০/৯০ টাকা কেজি,
* পটল ৫০/৬০ টাকা,
* চাল কুমড়া ৫০-৬০,
* কাঁচা কলা ৪০ টাকা হালি,
* লাউ ৭০/৮০ টাকা এক পিস,
* মরিচ ১০০ গ্রাম ৫০ টাকা,
* কচু ৫০/৬০ টাকা কেজি,
* আলু ৫৫ টাকা কেজি,
* পিঁয়াজ ৯০/১২০ টাকা কেজি।
বাজার মনিটরিং না থাকায় এসব পণ্যের দাম নিয়ন্ত্রণহীনভাবে বেড়েই চলেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মনিটরিং সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির প্রতিমাসে নিয়মিত সভা হলেও এর কার্যকারিত কিংবা সুফল কোন দিনই দেখেনি সাধারণ ভোক্তারা। প্রতি মাসে উপজেলা প্রশাসনের মাধ্যমে যাতে নিয়মিত বাজার মনিটরিং করা হয় তার জন্য উপজেলা নির্বাহী অফিসারের সু-দৃষ্টি কামনা করেছেন সাধারণ ক্রেতারা।