গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের মুরারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ইজি বাইকের যাত্রী নিহত হয়েছে।নিহত ঐ যাত্রী গোদাগাড়ী উপজেলার ৭ নম্বর দেওপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খরচাকা এলাকার কানাই লাল এর ছেলে সুনীল (৬২) ।দামকুড়া থানা পুলিশ সূত্রে জানা যায় ১১ই অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬টায় রাজশাহীর ভেড়ি পাড়া হইতে ইজিবাইক যোগে নিজ বাড়ি গোদাগাড়ীর খরচাকা আসছিলেন সুনীল। রাজশাহী থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান পথিমধ্যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের মুরারীপুরে সুনীলকে বহনকারী ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইক উল্টে সুনীল মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার পরপরই কাভার্ড ভ্যান দ্রুত গতিতে চাপাই নবাব গঞ্জ এর দিকে চলে যাই। এমত অবস্থায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে সুনীলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে হাসপাতালে ভর্তি করে। মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ দশ মিনিটে তিনি মারা যান। ১১ই অক্টোবর রাত সাড়ে দশটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের কোনো দাবি-দাওয়া না থাকাই লাশ বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া করছিলেন দামকুড়া থানা পুলিশ।