জিখবর ডেস্ক:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে একাডেমী চত্তরে বৃত্তির সনদপত্র, বৃত্তির টাকা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেসে একাডেমীর প্রধান শিক্ষক সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং বাসুদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী কলেজের অব: প্রফেসর বিজয় কুমার মন্ডল, গোদাগাড়ী আন্তঃ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক ও নূরানী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আব্দুল খালেক, বাসুদেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারী আব্দুল মান্নান, ইসমাইল হোসেন কাজল, আসলাম কবির, সুরসপ্তক শিশু কানন এর প্রধান শিক্ষক সোহেল রানা প্রমুখ।