আব্দুল খালেক:

আজ বিকেল ৫ টা থেকে রাত ১২ টা। রাত ১২.০১ মিনিট থেকে আগামীকাল রাত ১২ টা পর্যন্ত গোদাগাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করেছে গোদাগাড়ী উপজেলা প্রশাসন।

আজ ২ সেপ্টেম্বর, মঙ্গলবার বেলা সাড়ে সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ  আইন শৃঙ্কলা কিমিটির জরুরী সভা আহ্বান করেন।  সভায় গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির ২ গ্রুপের সদস্যরা পার্টি অফিসে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। উভয় পক্ষের লোকজন মারমুখি আচরণ করছে। তাদের উভয় পক্ষের নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গ  একাধিকবার বসেও বিষয়টি সুরাহা করতে পারেনি। দলীয় কার্যালয়ে যে কোন সময় বড় ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্রেক হতে পারে।

মিটিং এ উপজেলা প্রশোসনের লোকজন, পুলিশ, সুশীল সমাজ, সাংবাদিক, উভয় গ্রুপের নেতারা উপস্থিত ছিলেন।

জানা যায় গোদাগাড়ী বিএনপির দুই গ্রুপ পার্টি অফিসে সমাবেশ করার জন্য সিন্ধান্ত নিলে উভয় গ্রুপের মধ্যে দ্বন্দের জেরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোদাগাড়ী উপজেলা প্রশাসন দ্রুত আইনশৃঙ্খলা কমিটির সভা আহ্বান করে। সভায় অধিকাংশের মতামতেরে ভিত্তিতে ১৪৪ ধারা জারি করার চুড়ান্ত সিদ্ধা হয়। আইন শৃঙ্খলা কমিটির সভায় উভয় গ্রুপের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এক গ্রুপ