জিখবর ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির একই স্থানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে মেজর শরিফ ও তারেক গ্রুপের সদস্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হলে উভয় পক্ষের নেতা-কর্মীরা আহত হয় বলে জানা যায়। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে রাজাবাড়ী এলাকার বিজয়নগর গ্রামের বদরুদ্দোজার ছেলে বেদার উদ্দীন (৩৭) বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় ৩৬ জন ও অজ্ঞাতনামা আরো ৩০/৪০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন বলে মডেল থানা সূত্রে জানা যায়।
গোদাগাড়ী মডেল থানার এজাহারর সূত্রে জানা যায়,
গত ২সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপির কেন্দ্র ঘোষিত ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি করছিল। অন্য গ্রুপের সদস্যরা মঞ্চ তৈরিতে বাধা প্রদান করে। তারা বাধা উপেক্ষা করে মঞ্চ তৈরির কাজ চালিয়ে যায়। এতেই বাধে সংঘর্ষ।
মামলায় এজাহারনামীয় আসামীরা হলো- ১। মোঃ মজিবুর রহমান (৭৫), পিতা-মৃত শামসুদ্দিন, সাং-গাংগোবাড়ী, ২। মোঃ নুর আলম (৩৮), পিতা-আলী জাহান, সাং-কুঠিপাড়া, ৩। নয়ন (২৮), পিতা-শহিদুল ইসলাম, সাং-বুজরুক রাজারামপুর, ৪। সাবিয়ার রহমান মিল্টন (৫০), পিতা-শাহজাহান আলী, বর্তমান ঠিকানা-লক্ষীপুর ভাঠাপাড়া, থানা-রাজপাড়া, স্থায়ী ঠিকানা-সাং-শ্রীমন্তপুর, ৫। মেহেদী হাসান ইমন (৩৭), পিতা-ভুটু মিস্ত্রি, সাং-শ্রীমন্তপুর, ৬। নাফিউল ইসলাম নাহিদ (৩৬), পিতা-মৃত এলতাস মেম্বার, সাং-বুজরুক রাজারামপুর, ৭। কাশিম (৫২), পিতা-মৃত ফজলুর রহমান, সাং-সারাংপুর, ৮। আসাদুল (৩১), পিতা-মজিবুর, সাং-সরমংলা, ৯। আবু সাইদ জনি (২৮), পিতা-আঃ রহিম, সাং- রামনগর সরমংলা, ১০। রিপন ওরফে বাবা রিপন (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-মহিষালবাড়ী ডাঙ্গাপাড়া, ১১। আমিনুল (৫৫), পিতা-আসাদুজ্জামান, সাং- বারোহাটি, ১২। সেন্টু (৫৩), পিতা-আমজাদ, সাং-প্রেমতলী ডমুরিয়া, ১৩। আঃ রহিম (৩৮), পিতা-ইয়াকুব আলী, সাং-বারোমাইল, ১৪। মশিউর রহমান মাস্তান (৩৭), পিতা-আনিস, সাং- রামনগর, ১৫। সোহেল রানা (৩৭), পিতা-আঃ বাকি, সাং-পিরিজপুর, ১৬। আঃ গণি মাষ্টার (৫৫), পিতা-নুরুল, সাং- শাকপাল বিদিরপুর, ১৭। নুর উদ্দিন বাবু (৫২), পিতা-জয়নুদ্দিন, সাং- শাকপাল বিদিরপুর, ১৮। জামাল (৩২), পিতা-শুকুরুদ্দিন, সাং-দেওয়ানপাড়া, ১৯। তোফা (৬০), পিতা-একরামুল হক, সাং- গাংগোবাড়ী, ২০। সাইফুল ইসলাম (৪৮), পিতা-মৃত আবুল হোসেন, সাং-মাটিকাটা, ২১। আতিক (৩১), পিতা-মঞ্জুর, সাং-মহিষালবাড়ী সাগরপাড়া, ২২। এক্কা (৫২), পিতা-আফাজ উদ্দীন, সাং-মহিষালবাড়ী, ২৩। নাফিস ইকবাল (৩২), পিতা-আলাউদ্দিন, সাং-সরমংলা লালবাগ, ২৪। কাবুল (৩৮), পিতা-চাঁন মিয়া, সাং-আষাড়িয়াদহ নতুনপাড়া, ২৫। ওলিউল্লাহ রনি (২৫), পিতা- ওমর আলী, সাং-আচুয়া খড়গোনা, ২৬। ইমরান নাজির (৩৪), পিতা-মহিউদ্দিন কসাই, সাং-কসাইপাড়া, ২৭। রানা (৩০), পিতা-এনামুল হক, সাং-মহিষালবাড়ী সাগরপাড়া, ২৮। ইনশান (৩৩), পিতা-অজ্ঞাত, সাং-ফুলবাড়ী, ২৯। মান্নান (৫০), পিতা-মানিক উদ্দীন দেওয়ান, সাং- পাকড়ি দক্ষিণপাড়া, ৩০। তানজির (৪৫), পিতা- সোহরাব, সাং-ভানপুর, ৩১। সাকিব (২১), পিতা-শামসুল ইসলাম, সাং-বুজরুক রাজারামপুর, ৩২। রাফিকুল ইসলাম রাফি (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-ডাঙ্গাপাড়া, ৩৩। মোঃ সুমন (২৪), পিতা-অজ্ঞাত, সাং-তালতলা, ৩৪। মোঃ হাবিবুর রহমান (৫৫), পিতা-জাফর মন্ডল, সাং-গড়েরমাঠ, ৩৫। রাকিব (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-সাগরপাড়া, ৩৬। শামীম মহুরী (৫২), পিতা-নজরুল ইসলাম, সাং-কাশিমপুর (বাসুদেবপুর) সর্ব থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীসহ আরো অজ্ঞাতনামা ৩০/৪০ জনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় এজাহার দায়ের করেছেন বলে গোদাগাড়ী মডেল থানা সূত্রে জানা গেছে।
প্রকাশ থাকে যে একই স্থানে অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের জান মালের নিরাপত্তার কথা বিবেচনায় এনে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ১৪৪ ধারা জারি করে। এর ফলে গোদাগাড়ী পৌরসভায় দলীয় কোন মিটিং মিছিল না করলেও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন গ্রুপের বিভিন্ন মিটিং, সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।