গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়কে ডাকাতি করার সময় আহসান (২২)নামে এক সড়ক ডাকাতকে আটক করেছে জনতা। শনিবার ভোরে আড্ডা -সরাইগাছী সড়কের মাগুরশহর এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃত আহসান নওগাঁর সাপাহার উপজেলার বিরামপুর গ্রামের বাইরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার ভোরে ওই সড়কে গাছ কেটে যানবাহনে ডাকাতি করার সময় স্থানীয়দের সহায়তা তাকে আটক করা হয়। পরে তাকে পার্বতীপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে গোমস্তাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান।