চারিপাশ নিশ্চুপ! পাখিরাও নিদ্রায়
শীতের কুয়াশায় আঁধার আরও গভীর
বাগান বিলাসের পাতা চুঁয়ে পড়ছে শিশির,
তারকার দেখা মেলেনি তখনো
ঝিঁঝিরাও নির্বাক, সুর নেই প্রেয়সীর।
আমি দেখছি! তখনো অমূলক
নয়ন খুলিয়া এলোচুল মেলিয়া
দূর হতে! দুর্গম আঁধার ভেদিয়া
ঝলমল রঙে অপরুপ আকারে
কৃপা লয়ে উদাম নৃত্য রমনীর।
সে কি সাঁজ! আঁধার ভুলিয়া
তৃপ্ত লয়ে আঁখি যুগল মুদিয়া
হারায়েছিনু ধরিত্রীর পরে
ছোঁয়া হয়নি’কো তারে তখনো
অবকাশ নেই বুঝি লহরীর।।