জিখবর ডেস্ক:
গোদাগাড়ীতে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় গোদাগাড়ী উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
দেওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফতাব উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সমন্বয়কারী আতিকুর রহমান এর সঞ্চালনায় গ্রাম আদালত সক্রিয়করণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এর সার্টিফিকেট সহকারী নাদিম রাজা,
দেওপাড়া ইউনিয়নের ইউপি প্রশাসনিক কর্মকর্তা জিব্রাইল ইসলাম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শামীম শাহজাহানসহ ইউপি’র সদস্য বৃন্দ, ধর্মীয় নেতা, প্রতিবন্ধী প্রতিনিধি, শিক্ষক, নারী প্রতিনিধিসহ দেওপাড়া ইউনিয়নের সকল ওয়ার্ডের অগ্রসরমান জনগোষ্ঠী।
মতবিনিময় সভায় গ্রাম আদালত বিষয়ক আইন কানুন এবং কিভাবে সর্বস্তরের মানুষ আদালত হতে ন্যায্য বিচার পায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।