নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গলায় ফাঁস দেয়া এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নাচোল পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার কসবা ইউপি’র কালইর ক্যাঠালাপাড়া গ্রামে এঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে মুত্তাকিম ওরফে চুটুর স্ত্রী মুসলেমা খাতুন(২৫) নামে এক গৃহবধূ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে জানালা দিয়ে মুসলেমাকে ফ্যানের সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে