গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহী গোদাগাড়ী উপজেলা জাতীয় পাটির সাবেক সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম কালু(৫০) আর নেই।ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহে রাজিউন । মৃত্যু কালে স্ত্রী , ১ছেলে, ১মেয়ে সহ অসংখ্য গুণাবলী রেখে গেছেন । পারিবারিক সূত্রে জানা যায়। মিনারুল ইসলাম কালু ১১/৭/২০২৪/ গত রবিবার দুপুর ১ টায় রাজাবাড়ি হাটের নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হলে তড়িঘড়ি করে মেডিক্যাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিকেল সাড়ে ৫ টায় রাজাবাড়ি হাট হাইস্কুল মাঠে প্রথম জানাজা শেষেতাকে নেওয়া হয় । তার জন্মস্থান পাল পুর মূলকি ভাং নিজ গ্রামে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে মালিগাছা কেন্দ্রীয় গোরস্থানে রাত ৯ টায়তার দাফন সম্পন্ন হয়েছে ।এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট ইকবাল হোসেন, গোদাগাড়ী উপজেলা জাতীয় পার্টির এক অংশের সভাপতি বরজান আলী পিন্ট, সাধারণ সম্পাদক নাসির হায়দার, পৌর জাতীয় পার্টির নেতা তহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, খোকন মেম্বার যুব সংঘতির ইলিয়াস মোল্লা, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, রাজাবাড়ি ঘাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমান,যুবলীগ নেতা ও সাবেক ইউ পি সদস্য আশাদুল মেম্বার, সাবেক ইউপি ইউপি সদস্য রমজান আলী সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক ওসুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা পরিচালনা করেন। মরহুমের ছেলে তৌহিদুল ইসলাম লিমন।