প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা আজ থেকে শুরু হলো নূরানী কিন্ডারগার্টেনের ক্লাস

আজ থেকে শুরু হলো নূরানী কিন্ডারগার্টেনের ক্লাস

211
0

ইংরেজি বর্ষ অনুযায়ী বাংলাদেশের শিক্ষা বর্ষ শুরু হয়। সে নিয়ম অনুযায়ী আজ নূরানী কিন্ডারগার্টেনের ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের নিয়ে দোয়ার মাধ্যমে পিটিপ্যারেড ও ক্লাস শুরু হয়। আগামীকাল থেকে পুরোদমে ক্লাস চলবে ইংশাআল্লাহ।
ছাত্র/ছাত্রীরা নতুন বছরে নতুন বই পেয়ে যেমন দারুন খুশি তেমনি অখুশিও। কারণ সরকারি বইগুলো এবার ছাপানো হয়েছে অত্যন্ত নিম্নমানের কাগজে। যা হয়তবা ১ / ২ মাসের মধ্যেই ছিঁড়ে যাওয়ার কথা। ছাপা ও বইয়ের পাতার মান নিয়ে শিক্ষার্থী, অভিভাবকসহ সকলেই নাখোশ।
নূরানী কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের প্রতিনিয়ত কালিমা, হাদীস, নামায, মাসায়িল, কুরআন ও হাদীস শিক্ষা দেয়া হয়। আদব কায়দা, তাহজীব, তামাদ্দুন, সুন্নাতের পাবন্দি সম্পর্কে জানানো হয়।
আমাদের রয়েছে স্বতন্ত্র হেফজুল কুরআন বিভাগ।
ছাত্র/ছাত্রীরা জেনারেল শিক্ষার পাশাপাশি কুরআনের হাফেজ হয়ে বের হবে ইংশাআল্লাহ।
আপনার সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নূরানী কিন্ডারগার্টেন
২০০৬ সাল থেকে অদ্যবধি পর্যন্ত কুরআন সুন্নাহর আলোকে পরিচালিত হয়ে আসছে নূরানী কিন্ডারগার্টেন।

ছাত্র/ছাত্রীদের মেধাবিকাশে আমাদের রয়েছে এক ঝাঁক তরুণ শিক্ষক। কোলাহল মুক্ত, ঘরোয়া পরিবেশে ও মাতৃস্নেহে শিক্ষা দেয়া হয়। আমরা সর্বদা ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করে দিই। তাই অতিরিক্ত প্রাইভেটের প্রয়োজন হয় ন। হস্তলিপি সুন্দর ও আকর্ষণীয় করে গড়ে তোলা হয় এবং হস্তলিপির সুন্দর করার জন্য জোর তাগিদ রয়েছে। শুদ্ধ তেলাওয়াত করার ব্যাপারে আমাদের কোন জুড়ি নেই। শুদ্ধ তেলাওয়াত করার জন্য আমাদের রয়েছে ১জন হাফেজসহ ৩ জন শিক্ষক।

অভিভাবকদের সুপরার্শ আমরা সাদরে গ্রহণ করে থাকি।

পরিচালক
আব্দুল খালেক
নূরানী কিন্ডারগার্টেন
গোদাগাড়ী, রাজশাহী।
মোবাইল নং ০১৭২১০৩১৮৯৪
স্কুল কোডঃ ৪৫১২৯
ইএমআইএস কোডঃ ০৬১১৩০১০১০১
ই-মেইল: [email protected]
ক্লাষ্টারঃ মহিশালবাড়ী।