জিখবর ডেস্ক:
রাজশাহী গোদাগাড়ী উপজেলার দিয়াড়মানিকচক এলাকা থেকে ৫শ গ্রাম হেরোইনসহ ১জনকে আটক করেছে গোদাগাড়ী থানা পুলিশ।
২৭ জুন ২০২৫ গোদাগাড়ী থানাধীন দিয়াড়মানিকচক গ্রামের আতাউর রহমানের ছেলে নাজিমুল হোসেন (৩৭) কে রাত সাড়ে ৩টায় অভিযান চালিয়ে গ্রেফততার করা হয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার জনাব মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ এম এ কুদ্দুস সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নাজিমুলের বাড়ীতে অভিযান পরিচালনা করেন নাজিমুলের বসতবাড়ীর পূর্ব দুয়ারী শয়ন কক্ষে রাখা খাটের তোশকের নিচ হতে একটি কালো পলিথিনে মুখবন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ৫০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে। এ সময় অপর অভিযুক্ত গোদাগাড়ীর মাদককারবারি মোঃ জয়নাল নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি রুহুল আমিন।