প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা ভোলাহাটে কঠোর লকডাউন পালনের ঘোষণা উপজেলা প্রশাসনের

ভোলাহাটে কঠোর লকডাউন পালনের ঘোষণা উপজেলা প্রশাসনের

275
0
বি.এম রুবেল আহমেদ, ভোলাহাটঃ চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে কঠোর এবং সর্বাত্মক লকডাউন পালনের ঘোষণা দিয়েছেন উপজেলা প্রশাসন। ২৪ মে সোমবার জেলা প্রশাসনের প্রেস ব্রিফিংয়ের পরে সন্ধ্যায় এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদী ইসলাম।প্রেস ব্রিফিংয়ে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ৫৯ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে।যা জেলার জন্য হুমকিস্বরূপ। ভারতের সীমান্ত ঘেঁষা জেলা হওয়ায় এজেলায় সংক্রমণ বাড়ার আশংকা রয়েছে  বলে মন্ত্রীপরিষদের নির্দেশে বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। তিনি জানান ২৫ মে মধ্য রাত থেকে ৩১ মে মধ্য রাত পর্যন্ত ভোলাহাটে কঠোর এবং সর্বাত্মক লকডাউন পালন করতে আমরা মাঠ পর্যায়ে কাজ করব। উপজেলার মধ্যে নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া সকল দোকান, শপিংমল সাপ্তাহিক হাট  সহ এনজিওর সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে তিনি আমাদের নিশ্চিত করেন।অটোরিকশা চললেও থাকবে বিধিনিষেধ। চারজনের বেশি যাত্রী পরিবহন করতে পারবেনা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবেনা বলেও জানান এই নির্বাহী কর্মকর্তা। অন্যদিকে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সর্বাত্মক লকডাউন পালনে উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে কাজ করবেন তার পুলিশ বাহিনী। উল্লেখ্য এপর্যন্ত ভোলাহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের এবং বর্তমানে মোট ৫ জন করোনা আক্রান্ত রুগী রয়েছে বলে জানান ভোলাহাট উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ।