সাইফুল ইসলাম ইসলাম( গোদাগাড়ী) রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হতে ৫০ গ্রাম হেরোইন সহ ২ জন কে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা ( ডিবি পুলিশ) আটককৃতরা হল কাশিয়াডাঙ্গা থানার বালিয়া সেনপুকুর এলাকার মো: হাসান আলীর ছেলে মো: নুরুন্নবী (২৬) ও গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের পাথরঘাটা ঘোষ পাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে মো: নাঈম আহমেদ ( ৩০ ) জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) সূত্রে জানা যায় ২ই ডিসেম্বর আনুমানিক বিকেল পোনে পাঁচটার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি এলাকার লিটন হোসেন, পিতা মৃত অকিল হোসেন এর বাড়ির সামনে অবৈধ মাদকদ্রব্য নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে দুই ব্যক্তি। এ সময় রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (জেলা ডিবি) পুলিশের এসআই মো ::আ :রহিম ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে, এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুন্নবী ও নাঈম আহমেদ পালানোর চেষ্টা কালে তাদের হাতেনাতে আটক করে। এসময় নূরুননবীর স্বীকারোক্তি অনুযায়ী তার প্যান্টের ডান পকেটে রক্ষিত পাঁচটি সাদা স্বচ্ছ ইয়ার রাইট পলিথিনে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য হেরোইন আটক করে। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা প্রক্রিয়াধীন।