গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের দোখলাডাংগা  গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন-মারিয়া (৪৫),হাজেরা (৩৫),রংফুল( ৫০) ও মাইদুল( ৪০)।এরমধ্যে গুরুত্বর আহত হাজেরাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানান  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। স্থানীয়রা জানান, ওই গ্রামের লুৎফর রহমান ও আতাউর রহমানের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।