গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় আঃ হান্নান (৪৫) নামে এক সংগীত শিল্পীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাইকেল আরোহী স্বামী স্ত্রী গুরুত্বর আহত হয়েছে। শনিবার রাত ৯ টার দিকে রহনপুর -আড্ডা আঞ্চলিক মহাসড়কের বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সিএনজি স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। ওই সংগীত শিল্পী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে গৌরিপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে।তার এলাকায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ৯ টার দিকে মোটরসাইকেল চালক সংগীত শিল্পী আবদুল হান্নান নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে যাওয়া বাইসাইকেল আরোহী দম্পতিকে আঘাত করে রাস্তায় পড়ে যায়। সেখানে তারা ৩ জনই গুরুত্বর আহত হয়। পরে রহনপুর ফায়ার সার্ভিসের স্টেশনের সদস্যরা সেখানে গিয়ে ৩ জন গুরুত্বর আহতাবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে ওই সংগীত শিল্পীর মৃত্যু হয়। গুরুত্বর আহত আশরাফুল ইসলাম ( ৩৫) ও তার স্ত্রী সেরাতুন (৩০)কে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করা হয়। তারা রহনপুর খোয়ার মোড় এলাকায় বসবাস করেন বলে জানা গেছে। Post navigation গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ, সুন্দরবনে সাগরের পথে নতুন আশায় বুক বেঁধে জেলেরা