অলিউল হক ডলার :

চাঁপাইনবাবগঞ্জ এর নাচোলে বৈষম্য বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠিত। সোমবার বিকাল ৩টায় নাচোল রেলস্টেশন মাঠে মল্লিকপু ফুটবল দল বনাম বাংলাদেশ পুলিশ সার্ভিস ফুটবল দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারাই পরে ট্রাইব্রেকারের মল্লিকপুর ফুটবল দল(৩-১)গোলে বিজয়ী হয়।খেলা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্যামলী সংঘের সভাপতি নাচোল সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারী কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এই টুর্নামেন্টর প্রধান উপদেষ্টা ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।

আবু তাহের খোকন বলেন, এই ঘুনে ধারা সমাজকে বদলাতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সম্প্রতি সৈরাচার ও ফ্যাসিবাদ সরকারে কবল থেকে এই দেশকে রক্ষা করছে এই যুব তরুন সমাজ ও ছাত্র-জনতা। যুবকরাই পারবে আগামীর বাংলাদেশ গড়তে। তাই আগামী দিনে সবাইকে একযোগে কাজ করতে হবে। একটি জাতির পরিচয় হচ্ছে ক্রীড়া-সাংস্কৃতিক ও সভ্যতা।

তাই ক্রীড়া সংস্কৃতির উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন নাচোল সরকারী কলেজের প্রভাষক ও এই টুর্নামেন্টের আহবায়ক শফিকুল আলম। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এশিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক ইসাহাক আলী, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচীব আমানুল্লাহ আল মাসুদ, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, গুঠইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়ারা খাতুনসহ বিভিন্ন এলাকা থেকে আগত গন্যমান্য ব্যাক্তিবর্গ।

খেলায় ধারাভাস্য প্রদান করেন বকুল ও আব্দুল আলিম। প্রধান রেফরি দায়িত্ব পালন করেন তারাজ উদ্দিন। সহকারী রেফরি দায়িত্ব পলান করেন শামসুল আলম ও মিনহাজুল আবেদিন তৌহিদ। আলোচনা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলেন দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।

আহবায়ক শফিকুল আলম জানান এই টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহন করে। যুব সমাজকে মাদক, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অনাচার থেকে রক্ষা করার লক্ষে এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।