নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ নাচোল প্রেসক্লাবের সভাপতি দৈনিক ভোরের ডাক ও সানশাইন প্রত্রিকার নাচোল প্রতিনিধি অলিউল হক ডলারের ৪৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নাচোল বাসস্ট্যান্ড মোড়ে এসএনএস ক্যাফেতে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন নাচোল প্রেসক্লাবের উপদেষ্টা, দৈনিক সানশাইন এর বানিজ্যিক প্রধান ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক দৈনিক আমাদের সময় এর নাচোল প্রতিনিধি নুরুল ইসলাম বাবু, নাচোল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি(সাবেক) দৈনিক খবর পত্রের নাচোল প্রতিনিধি সোহেল রানা, বর্তমান সহসভাপতি জাকিরুল হাসান পলাশ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, অর্থসম্পাদক হাবিবুল্লাহ সিপন,সাংস্কৃতিক কর্মী আঃ রাজ্জাক, হায়দার আলীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।