সাইফুল ইসলাম (,গোদাগাড়ী) রাজশাহী , প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌর এলাকায় সিসিবিভিও শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহযোগিতায় রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’-এর আওতায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০জন শিক্ষক ও শিক্ষিকার অংশগ্রহণে শিক্ষকবৃন্দের সাম্প্রদায়িক সম্প্রীতি, জলবায়ু পরিবর্তন, জেন্ডার সমতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সক্ষমতাবৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ই নভেমবর অনুষ্ঠিত কর্মশালার সমাপনী পর্বে উপস্থিত ছিলেন সিসিবিভিও শাখা কার্যালয়ের ইনচার্জ নিরাবুল ইসলাম। তিনি কর্মশালায় উপস্থিত সকলের উদ্দেশ্য শুভেচ্ছা জ্ঞাপন করেন, এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা তৈরীতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবার জন্য সকলের প্রতি আহ্বান জানান কর্মশালায় আলোচ্য সূচি ছিল, “জলবায়ু পরিবর্তন, বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও প্রভাব, জলবায়ু পরিবর্তনে অভিযোজনের কৌশল ও একশন পরিকল্পনা” তৈরি করা । কর্মশালায় সেশন পরিচালনা করেন সিসিবিভিও’র প্রতিবেদন-ডক্যুমেন্টেশন ও মূল্যায়ন কর্মকর্তা প্রদীপ মার্ডী এবং তাকে সহযোগিতা করেন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী ও সমাজ সংগঠক ইমরুল সাদাত।