সাইফুল ইসলাম, (গোদাগাড়ী) রাজশাহী, প্রতিনিধি :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাটে। ইসলামী বহুমুখী সমাজ কল্যাণ পরিষদ, এর উদ্যোগে ২ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু হয়েছে। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে এ শায়খ মুফতি আব্দুল হামিদ হাবীবী।

মুতাওয়াল্লী, মারকাজুল উলুম দারুল হাবিব একাডেমি, ছয় ঘাঁটি রাজাবাড়ি হাট গোদাগাড়ী রাজশাহী এর সভাপতিত্বে, প্রথম দিন ১৮ই ডিসেম্বর উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অধ্যাপক মো: আব্দুল খালেক জেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ছাত্রনেতা মো:সিফাতউল আলম সভাপতি, বাংলাদেশ ছাত্র শিবির, রাজশাহী মহানগর। উল্লেখিত ১৮ই ডিসেম্বর প্রধান মুফাসির হিসেবে তাফসীর পেশ করবেন, হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ ( কুষ্টিয়া) খতিব, জামগড়া কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা, ও ইসলামিক আলোচক বিজয় টিভি,, বিটিভি ঢাকা।

দ্বিতীয় মুফাসসির হিসেবে তাফসীর পেশ করবেন, হাফেজ মাওলানা শিহাব উদ্দিন সদস্য, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, রাজশাহী মহানগর। ও হযরত মাওলানা মনিরুল ইসলাম নুরী, রাজাবাড়ি হাট। এছাড়া দ্বিতীয় দিন ১৯ শে ডিসেম্বর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অধ্যাপক মুজিবুর রহমান সাবেক এমপি সিনিয়র নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অধ্যাপক মোঃ কামরুজ্জামান সাবেক ভাইস চেয়ারম্যান, গোদাগাড়ী উপজেলা রাজশাহী। এদিন প্রথম মুফাসসির হিসেবে তাফসীর পেশ করবেন, মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী সাতক্ষীরা। কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ, ঢাকা দ্বিতীয় মুফাসসির হিসেবে তাফসীর পেশ করবেন মাওলানা মোঃ আলামিন খতিব, রাজাবাড়ি হাট বাইতুল হামদ জামে মসজিদ, ও শাইখ মুফতি আব্দুল বাকী হাবীবী, প্রতিষ্ঠাতা পরিচালক,মারকাজুল উলুম দারুন হাবিব একাডেমি, ছয় ঘাঁটি গোদাগাড়ী রাজশাহী উক্ত তাফসীরুল কুরআন মাহফিলকে ঘিরে স্টেজ হ্যান্ডেল তৈরি, প্রধান গেট আলোকসজ্জা করা হয়েছে।

দেখে মনে হচ্ছে কি এক অপরূপ সৌন্দর্য। এছাড়া তাফসীরুল কুরআন মাহফিল ঘিরে দূর দূরান্ত থেকে মনোহারি, হরেক মাল, জিলাঝুরি, মিষ্টির দোকান , সহ বিভিন্ন প্রকারের পসরা নিয়ে দোকানপাট সাজিয়েছে বিভিন্ন ব্যবসায়ীরা।