সাইফুল ইসলাম, রাজাবাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) এর অভিযানে ৮ কেজি গাজা অবৈধ মাদকদ্রব্য সহ ২জনকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) আটককৃতরা হলো সুজন (৩৮) পিতা মফিজ উদ্দিন , গ্রাম : আতাহার চাঁদলাই।
মিজানুর রহমান( ৪০) পিতা : মৃত: মজিবুর রহমান, গ্রাম :নাজি হাজির দিঘি , উভয়ের থানা, জেলা, চাঁপাইনবাবগঞ্জ। গোদাগাড়ী থানার দায়ের কৃত মামলা সূত্রে জানা যায় ২০ ডিসেম্বর কাক ডাকা ভোরে গোদা গাড়ির সাধুর লেবুতলা নামক স্থানে জনৈক আরিফ হোসেন (৩৭) পিতা সাইফুল ইসলাম এর বাড়ির সামনে আটকৃতরা অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা( ডিডি পুলিশ) এর এস, আই, দাউদ উজ্জামান, এস,আই, আশরাফুল ইসলাম, এ, এস, আই, মাহবুব সহ-সঙ্গীয় নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা( ডিবি পুলিশ) এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃতরা পালানোর চেষ্টা কালে তাদের ধাওয়া দিয়ে আটক করে।
এসময় আটককৃতদের কাছ থেকে একটি নেভি ব্লু রঙের , ব্যাগের মধ্যে রক্ষিত নীল রঙের পলিথিনে মোড়ানো ২ প্যাকেটে ৪ কেজি করে ৮ কেজি অবৈধ মাদকদ্রব্য গাজা উদ্ধার সহ তাদের দুজনকে আটক করে।
এ বিষয়ে বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা( ডিবি পুলিশ) যাহার মামলা নাম্বার -২৪- তারিখ ২০/১২/২০২৪/ ইং