গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর  উপজেলার রহনপুর হোমিও কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মফিজউদ্দিন কর্তৃক বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুল্লাহর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী,শিক্ষক, কর্মকর্তা  ও কর্মচারীরা। রোববার দুপুরে রহনপুর পৌর এলাকার ধুলাউড়ীতে অবস্থিত কলেজ চত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ, শিক্ষক ডাঃ সুলতান আহমদ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ারুল ইসলাম বুলবুলসহ কলেজের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।পরে তারা কলেজের সভাপতি ও ইউএনও নিশাত আনজুম অনন্যার হাতে স্মারক লিপি  তুলে দেন। প্রসঙ্গত: গত বৃহস্পতিবার কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহর বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে তার অপসারণ দাবিতে স্থানীয় কিছু লোকজনকে নিয়ে বিক্ষোভ মিছিল ও ইউএনওকে স্মারকলিপি দেন সাবেক অধ্যক্ষ ডাঃ মফিজউদ্দিন।