জিখবর ডেস্ক: জশাহীর গোদাগাড়ী উপজেলার মোহরাপুর গ্রামে রাজু ও রুবেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকার জনসাধারণ। গোদাগাড়ী মডেল থানার এক অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার মোহরাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাজু (গোদাগাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি), একই গ্রামের মিলন আলীর ছেলে রুবেল (গোদাগাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি) হাসিনা সরকারের বিদায় হওয়ার পরেও তাদের নামে কোন মামলা না হওয়ায় এখনো তারা এলাকায় ত্রাসের রাজত্য কায়েম করে চলেছে। তারা আ’লীগ সকার ক্ষমতায় থাকাবস্থায় এলাকার নিরীহ মানুষের জমি দখল, পুকুর ইজারার নামে জোর পূর্বক পুকুর খাওয়াসহ নানান অপকর্মে লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।


এদের ত্রাসে তার নিজের চাচাও রেহায় পায়নি। তার নিজ চাচা মোঃ দুরুল হোদা সরকারের নিকট থেকে ভিপি কেসে একটি জায়গা লীজ নিয়ে প্রায় ৪০ বছর যাবত বাড়ী নির্মাণ করে বসবাস করে আসলেও তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করার জন্য ভয়-ভীতিসহ সকল প্রকার ষড়যন্ত্র করে আসছে। এই পরিবারের পর্দানশীল নারীসহ সকল সদস্যের গোপনে ছবি ধারণ করে সোস্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। শুধু তাই নয় এ পরিবারটির উপর প্রচুর অন্যায় অত্যাচার করে চলেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। গত মাসের ২০ তারিখে দুরুলের বাড়ীর সামনে গিয়ে আস্ফালন দেখিয়ে বলে যে, দ্রুত বাড়ী ঘর ছেড়ে চলে যা না হলে হাত পা ভেঙ্গে দেব বলে জানান দুরুল। রাজু ও রুবেলের বিরুদ্ধে ২ এপ্রিল গোদাগাড়ী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ে করেছে ভুক্তভোগী। তবে এলাকার অনেকেই তাদের ভয়ে মুখ খুলতে চাইছেনা।
এব্যাপারে রাজু ও রুবেলর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।