নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডাসকো ফাউন্ডেশন নাচোল ইউনিট এর উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (লেপ,কম্বল,শুয়েটার) বিতরণ করা হয়েছে। বৃহস্প্রতিবার বিকাল ৩টায় ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের বাস্তবায়নে ও হেক্স/ ইপার এর সহয়োগীতায় ছিন্নমূল মানুষের মাঝে মাঝে শীতবস্ত্র (লেপ, কম্বল, শুয়েটার) বিতরণ করা হয়েছে। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেক্স/ ইপার সিনিয়র পার্টনারশীপ কো-অর্ডিনেটর মোঃ রুকুনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নাচোল উপজেলা এ্যাডভোসেকী প্লার্টফর্ম ও নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার। এসময় আরো উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের নাচোল ইউনিট এর প্রকল্প কর্মকর্তা লুৎফর রহমান রাফিন, টেকসই প্রকল্পের ফাইন্যান্স অফিসার জাহিদ হাসান, টেকনিক্যাল কো-অর্ডিনেটর সূবর্র্না স্বপ্নাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।