সাইদ সাজু, তানোর থেকে:

রাজশাহী তানোর উপজেলায় রবি মৌসুমে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  আজ সোমবার(১১নভেম্বর) উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ১০হাজার ৬শত ৫০জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিনহাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।চলতি রবি মৌসুমে তানোর উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের মোট ১০ হাজার ৬শত৫০জন কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হবে।তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিনহাজুল ইসলাম কৃষকদের উদ্দেশ্যে বলেন,বিনামূল্যে সার ও বীজ পেয়ে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা অনেক উপকৃত হবে।ভালো ফসল ফলনের জন্য সব সময় মাঠ পর্যায়ের উপসহকারি কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে।কৃষকের পাশে যেমন সরকার সহায়তা নিয়ে দাঁড়িয়েছে,তেমনি কৃষককেও তার সেরা শ্রম আর মেধা দিয়ে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ বলেন তানোর উপজেলাকে শস্যভাণ্ডারে পরিণত করতে আবাদি রবি শস্যর ফলন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।