গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
আব্দুল খালেক: গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ মার্চ মঙ্গলবার, সকাল সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী পৌরসভায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌরসভার প্রশাসক জনাব ফয়সাল আহমেদ। উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার সারোয়ার জাহান, সাংবাদিক আব্দুল খালেক প্রমুখ।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও পরিকল্পনা নিয়ে সার্বিক দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন গোদাগাড়ী পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টার মো: সেমাজুল হক।
১৫ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে গোদাগাড়ী পৌরসভা এলাকায় ৩০টি স্থানে ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি নীল রঙের ভিটামিন ‘এ ’ প্লাস ক্যাপসুল মোট ৫৭২ জনকে খাওয়ানো হবে।
১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল মোট ৪৭৫৫ জন শিশুকে খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
১৫ মার্চ ২০২৫ কর্মসূচির দিনে সকাল ৮:০০ ঘটিকা থেকে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত ৩০ টি কেন্দ্রের মাধ্যমে স্বেচ্ছাসেবক ও সুপারভাইজারের তত্ত্বাবধানে এই কর্মসূচী পালন করা হবে।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খানোর পূর্বে শিশুকে অবশ্যই ভরাপেটে থাকতে হবে, সেই সাথে শিশুকে কেন্দ্রে নিয়ে আসতে হবে এবং ক্যাম্পেইনটি শুধুমাত্র ১ দিনের জন্য নির্ধারণ করা হয়েছে।