প্রচ্ছদ উপজেলার খবর নাচোলের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা  মজিবুর রহমানের দাফন সম্পন্ন

নাচোলের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা  মজিবুর রহমানের দাফন সম্পন্ন

244
0

 

অলিউল হক ডলার,নাচোলঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান(৫৫)ক্যান্সারে আক্রান্ত হয়ে গত শনিবার (১৪.১১.২০২০) দুপুর ২টা ৪০মিনিটে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মরণ ব্যাধি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২মেয়ে ১ছেলে নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।হাজীডাঙ্গা গ্রামে রবিবার তার জানাযার নামাজে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২আসনে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সাবেক চেয়ারম্যান  এ্যাড. সিরাজুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ন রেজা, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সাবেক সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আশরাফুল ইসলাম চুনু, নাচোল উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মইনুল হক, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ বাবু, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সম্বনয়কারী হাবিবুর রহমান, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার। তাছাড়া বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন এলাকা হতে আগত নেতৃবৃন্দ তার জানাযা নামাজে উপস্থিত হন।চাঁপাইনবাবগঞ্জ-২ আসনেরে সাবেক সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান অসুস্থ থাকার কারনে জানাযায় উপস্থিত হতে না পেরে মোবাইলের মাধ্যমে জনগণের কাছে মজিবুর রহমান আত্মার মাগফেরাত কামনা ও দোয়া চান। নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা মরহুমে বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জানাযা শেষে হাজিডাঙ্গা গোরস্থানে তার ছোট ভাই মসিউর রহমানের কবরের পাশে  তাকে দাফন করা হয়। উল্লেখ্য, তিনি  নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে ২০১৪সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের নাচোল উপজেলা শাখার  সভাপতি হিাসবে ২০০৩ সালের ৮সেপ্টেম্বর থেকে ২০১৭সালের ৩০মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার ছোট ভাই মসিউর রহমান  নাচোল পৌর আওয়ামীগের বতর্মান কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন কালে তিনি গত ৩০.০৫.২০২০ইং তারিখে(পবিত্র রমজান মাসে) তার চাচাতো পোতার লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে রাজশাহীর একটি প্রাইভেট ক্লিনিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান।জানাগেছে, মজিবুর রহমান ও মসিউর রহমান  শিশুকালে তার পিতাকে হারান। তার মা অনেক কষ্ঠ করে তাদেরকে মানুষ করেন। তাদের মা বর্তমানে প্যারালাইসিস হয়ে শয্যাশায়ী । তিনি স্বামী হারিয়ে সন্তানদের খুব কষ্ঠে মানুষ করে সুখের সময়ে দুই সন্তানের লাশ দেখে বিহবল হয়ে পড়েছেন। হে আল্লাহ তুমি এই মহিয়সী নারীকে এই শোক সইবার ক্ষমতা দাও। মসিউর রহমানের কবরের পাশে তার মায়ের কবরের নির্ধারিত জায়গা করে রেখেছিলেন মজিবুর রহমান। নিয়তির কি নির্মম পরিহাস সেই জায়গাতে তিনি চির নিন্দ্রায় শায়িত হলেন। এই দুনিয়াতে এখনও থেকে গেলেন জনম  দুখিনি সেই মমতাময়ী মা।