প্রচ্ছদ উপজেলার খবর     নাচোলে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপিত হয়েছে

    নাচোলে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপিত হয়েছে

191
0

আব্দুর রহমান মানিক,নাচোলঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে  ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপিত হয়েছে।  রবিবার নাচোল উপজেলা প্রশাসন ও নাচোল থানার অয়োজনে পৃথক পৃথকভাবে দিবসটি উদযাপন করা হয়েছে। বিকাল ৩টায় নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগম, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন টেলিভিশনের  মাধ্যমে উপস্থিত অতিথিবন্দৃকে দেখানো হয়। সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য  দেখানো হয়।

অপরদিকে, বিকাল ৪টায় বাংলাদেশ পুলিশ নাচোল থানার আয়োজনে  নাচোলে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপিত হয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগম, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমান,  নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, কসবা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ। বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতি সংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কেক কেটে আনন্দ উৎসব করা হয়। পরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন দেখানো হয়। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক প্রধান উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর একটি নিবন্ধন যুক্তরাজ্য ভিত্তিক সাময়িকী দ্যা ইকোনিমিস্টে ইংরেজীতে ৩মার্চ প্রকাশিত হয়। সেটি বাংলা অনুবাদকৃত নিবন্ধনটি পাঠ করেন নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা। এছাড়া বাংলাদেশ সরকারের ২০০৯ থেকে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক উন্নয়ন কর্মকান্ড অডিও ভিজিওয়াল প্রজেক্টারের মাধ্যমে দেখানো হয়। বাদ এশার নামাজের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।