প্রচ্ছদ অপরাধ নাচোলে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ

নাচোলে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ

349
0
অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় পৌরসভা বিট পুলিশিং(৫,৬,৭) এর আয়োজনে নাচোল থানা চত্তর থেকে একটি র‌্যালী নাচোল উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস,এ,এম ফজল-ই-খোদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমান,নাচোল হাসপাতালের ইউএইচএ ডাঃ সুলতানা পাপিয়া,সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন। এছাড়া উন্মুক্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন শিক্ষক,সাংবাদিক, ইমাম,শিক্ষার্থী, নারী নেতৃবৃন্দ ও অভিভাবকমন্ডলী। বক্তারা ধর্ষণ ও নারী নির্যাতনের মত জঘণ্য অপরাধ থেকে সবাই বেরিয়ে আসার জন্য ধর্মীয় অনুশাসন মেনে চলার আহবান জানান। সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি,অভিভাবকদের সচেতনতার বৃদ্ধির প্রতি তাগিদ দেওয়া হয়। ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন পাস হয়েছে। তাই আসুন আমরা সবাই সচেতন হই, ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ করি।